শেরপুরের নালিতাবাড়ীতে বিদেশি মদসহ দুই জন কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সূত্রে অভিযান পরিচালনা করেন, এ এস আই সোহরাব আলী ও এস আই সোহেল রানার টিম উপজেলার সমশ্চূড়া এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় দুজনকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পশ্চিম সমশ্চূড়া এলাকার মো. আসকর আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম(২৫) ও ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়ার মৃত. কছর আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩০)।
ওসি মো. এমদাদুল হক জানান, সমশ্চূড়া এলাকায় এক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসা ও সেবন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।