শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে নিহত কোরবান আলীর (৪০) পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোরবান আলীর স্ত্রীর হাতে ওই টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল।
এর আগে গত বুধবার সকালে তিনি মারা যান। নিহত কোরবান আলী নন্নী ইউনিয়নের ন্নী পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। জানা গেছে, গত বুধাবর সকালে কোরবান আলীসহ ৫/৬জন মিলে বর্শি দিয়ে মাছ ধরার জন্য পাশ্ববর্তী মরাগাঙ্গী খালের খরখরিয়া ব্রীজ সংলগ্ন স্থানে যান। সেখানের আগে থেকেই একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিলো। গাছের নিচে বসে মাছ ধরার একপর্যায়ে মৌচাকের অনেকগুলো মৌমাছি দল বেধেঁ কোরবান আলীকে কামড়ে দেয়। এ সময় তার ডাকচিৎকারে সঙ্গীয়রা আগুনের সাহায্যে কোরবান আলীকে উদ্ধার করে প্রথমে নন্নী হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অনিতি হলে কোরবান আলীকে চিকিৎসক পাশ্বর্তী ঝিনাইগাতী স্বাস্থ্যকমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে চিকাৎসাধীন অবস্থায় কোরবান আলী দুপুরে মৃত্যু বরণ করেন। তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। তার এক কন্য সন্তান রয়েছে।