1. info@www.globalnewsbangla.info : Global News Bangla :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ অপরাহ্ন

নালিতাবাড়ীতে সংবাদ সম্পাদক বজলুর রহমান স্মরণে সাহিত্য আড্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়িতে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানকে সামনে রেখে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে এবার প্রয়াত সংবাদ সম্পাদক বজলুর রহমানের স্মরণে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের সেঁজুতি অঙনে অনুষ্ঠিত এ পাঠচক্রে প্রধান আলোচক ছিলেন নালিতাবাড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম এ হাকাম হীরা।

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে শিক্ষক এস এম হান্নানের সঞ্চালনায় একুশে পাঠচক্রের ৮ম আসরে অন্যান্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার ও শিক্ষক মুস্তাফিজুল হক, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

এবারের আলোচনায় প্রয়াত সংবাদ সম্পাদক সাংবাদিক বজলুর রহমানের সাংবাদিকতা, রাজনীতি এবং সম্পাদক হিসেবে সাহসিকতার উদাহরণ টেনে সামসাময়িক প্রেক্ষাপট নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করা হয়।

আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ছড়াকার ও শিক্ষক মোস্তাফিজুল হক, শিশু শিক্ষার্থী মিথিল সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট