‘স্বাধীনতার চেতনায় সত্য প্রকাশে নির্বীক’ এই স্লোগানে শেরপুর জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নালিতাবাড়ী উপজেলার স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মূল কার্যালয়ের সম্মুখ হতে একটি বর্ণাঢ্য র্যালী যাত্রা শুরু শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে এর প্রধান কার্যালয়ে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে উপস্থিত প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমএ. হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ সম্পাদক এম. সুরুজ্জামান, সদস্য মুক্তার হোসেন, শাহাদত হোসেন তালুকদার, পুলক রায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, সাবেক উপজেলা যুবলীগের সদস্য হাফিজুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকিজুল ইসলাম তারা, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান কানন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক, বিশিষ্ট ব্যবসায়ী মামুন ও শিক্ষক মুসা প্রমুখ।
প্রসঙ্গত, বিগত ২০২০ সালের এই দিনে শেরপুর জেলায় এই জনপ্রিয় অনলাইন পোর্টালটির যাত্রা শুরু হয়। এর প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ বকুল ও চেয়ারম্যান ওয়াজ কুরুনী। এই নিউজ পোর্টালের মূল সঞ্চালক শাহাদাত হোসেন তালুকদারের সার্বিক প্রচেষ্টায় ‘স্বাধীনতার চেতনায় সত্য প্রকাশে নির্বীক’ এই স্লোগানে সবার আস্থায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টালটি।