বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো ‘মাসিক ওপেন হাউজ ডে’।
মঙ্গলবার (০৩ অক্টবর) সকালে নালিতাবাড়ী থানা প্রাঙ্গনে আয়োজিত মাসিক ওপেন হাউস ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
নালিতাবাড়ী থানা ওসি তদন্ত আব্দুল লতিফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: খোরশেদ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট্য সাংবাদিক ও সমাজসেবক এমএ হাকাম হীরা, সিনিয়র সাংবাদিক সামিদুল ইসলাম তালুকদার, পেনেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, কমিশনার জহুরুল হক, শিক্ষক নেতা মশিউর রহমান মুছা প্রমূখ।
এসময় সভায় অপরাধ নিধনে পুলিশের ভূমিকা জোরদার করতে এবং অপরাধ চিহ্ণিত করার পাশাপাশি সঠিক তদারকির মাধ্যমে নালিতাবাড়ীকে একটি আদর্শ থানা গড়ার আহবান করেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। পরে মাদক, জুয়া, চুরি, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুকনিরোধ বিষয় সহ উল্লেখযোগ্য নানা বিষয়ে নির্দেশনামূলক আলোচনা করা হয়। এসময় সমসাময়িক বিষয়ের প্রতি নজর রেখে কঠোর হস্তে দমন করতে নালিতাবাড়ী থানাকে নির্দেশ দেন প্রধান অতিথি খোরশেদ আলম।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।