1. info@www.globalnewsbangla.info : Global News Bangla :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

নালিতাবাড়ীতে শান্তি সমাবেশে হার্ট অ্যাটাকে আওয়ামীলীগ নেতার মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || গ্লোবাল নিউজ বাংলা
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসে স্ট্রোক করে আজিজুল হক (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিকেলে পৌর শহরের মধ্য বাজার শান্তি সমাবেশ চলাকালে স্ট্রোক করার পর হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরন করেন।

দলীয় সুত্র জানায়, সারাদেশে বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করেন। এ উপলক্ষে তারাগঞ্জ উত্তর বাজার দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সভাপতি এএইচ এম. মোস্তফা কামালের নেতৃত্বে একটি মিছিল মধ্য বাজার গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় যোগানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক হঠাৎ করে স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল বলেন, নিহত আজিজুল আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরো জানান, নিহত আজিজুল হকের অকাল মৃত্যুতে সংসদ উপনেতা ও শেরপুর-২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট