‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যাবস্থা নিন’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে নতুন ডায়াবেটিক পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শহরের দক্ষিণ বাজারস্থ নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি (কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল) এর আয়োজনে এই দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তারাগঞ্জ দক্ষিণ বাজার ডায়াবেটিক হাসপাতালের সামনে বিনামূল্যে নতুন ডায়াবেটিক পরীক্ষা ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিকের সঞ্চালনায় সমিতির সভাপতি বিশিষ্ট্য সাংবাদিক আলহাজ্ব এমএ. হাকাম হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সহ সভাপতি সরকার গোলাম ফারুক, সাধারন সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, সদস্য জোবাইদা খাতুন, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ডিপু, চীপ মেডিকেল অফিসার ওয়াসী খান জনি, আনোয়ার হোসেন প্রমূখ।
পরে একটি বর্ণাঢ্য র্যালী নালিতাবাড়ী পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে হাসপাতালে এসে শেষ হয়। অনুষ্ঠনে ব্যাবসায়ী, চিকিৎসক, ঔষধ কম্পানীর প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।
২০১১ সাল থেকে ডায়াবেটিকের চিকিৎসা ছাড়াও দাত, চোখ, ফিজিও থেরাপি সহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছে নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি।